‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’ নামে নতুন থানার কার্যক্রম চালু হচ্ছে রাঙ্গুনিয়ায়। উপজেলার সরফভাটা, শিলক, কোদালা ও পদুয়া এই ৪ ইউনিয়ন নিয়ে নতুন থানা গঠন করা যাচ্ছে। রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে নতুন এই থানা হচ্ছে বলে জানা যায়। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন থানার খবরে এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উক্ত চার ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে বইছে খুশির আমেজ। নতুন থানার প্রজ্ঞাপন জারির সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, গত ১৩ সেপ্টেম্বর ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’ গঠনের জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে। থানার জন্য অস্ত্রাগার, হাজতখানা, কর্মকর্তাদের কক্ষ প্রয়োজন হবে। তাই আপাতত ভাড়া ভবনে থানা চালুর জন্য ভবন খোঁজা হচ্ছে। শীঘ্রই নতুন থানার কার্যক্রম চালু হবে। সরফভাটার চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, কর্ণফুলীর দক্ষিণে এলাকার আইন শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি থানা প্রতিষ্ঠা করা। রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ মানুষের দাবি পূরণ করেছেন। নতুন থানার কার্যক্রম চালু হলে এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা কমে যাবে।