প্রিয় পত্রিকা দৈনিক আজাদী

আশীষ পাল | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রকাশিত স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা আজাদী ৬২ বছরে পদার্পণ করাতে জানাই উষ্ণ অভিনন্দন ও ভালবাসা। আজাদী মানে মুক্তি, স্বাধীনতা, অন্যায়, অবিচার, দুনীতির বিরুদ্ধে কথা বলা, এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরা, শহর ও গ্রাম অঞ্চলের নির্যাতিত নিপীড়িত জনতার পক্ষে কথা বলা, বিভিন্ন জনপদের সত্য ও বস্তুনিষ্ট সংবাদ নিয়মিতভাবে প্রকাশ করে যাচ্ছে। তাইতো আজাদীর প্রতি এত ভালোবাসা ও আজাদীর একজন নিয়মিত পাঠক। ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক আজাদী তার স্বকীয়তা বজায় রেখে বরাবরের মতই এগিয়ে চলুক এই প্রত্যাশায় শুভ কামনা রইল। সেই সাথে এমন একটা পত্রিকা বীর চট্টগ্রামবাসীকে উপহার দেয়ার জন্য আমার পক্ষ থেকে আজাদী কর্তৃপক্ষ, সম্পাদক, রির্পোটার সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

পূর্ববর্তী নিবন্ধযুগে যুগে আরো সমৃদ্ধ হোক দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধআজাদীর বাষট্টিতে শুভেচ্ছা