আজাদীর বাষট্টিতে শুভেচ্ছা

মুহাম্মদ নুর রায়হান চৌধুরী | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক আজাদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি শিক্ষা ও সংস্কৃতি, জীবন ও দৃষ্টিভঙ্গি। এই গণতান্ত্রিক সংস্কৃতি, রুচি ও মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। আত্মপরিচয়ের সন্ধানে মানবজাতি বারবার নিত্যনতুন সংকটের সম্মুখীন হচ্ছে। সংকট মোকাবেলায় সীমাবদ্ধতা সত্ত্বেও সংবাদ পরিবেশনে আজাদীর যে নিজস্ব বৈশিষ্ট্য ও ঢং, তা পাঠককে আকৃষ্ট করে। একই সঙ্গে পত্রিকাটি প্রায়ই এমন খবর প্রকাশ করে, যা পাঠক হিসেবে আমাকেও আকৃষ্ট করেছে। অত্যন্ত দায়িত্বশীল, প্রতিভাবান এবং পেশাদার সাংবাদিকসহ দৈনিক আজাদীর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পত্রিকাটিতে কর্মরত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রকাশনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। আমার প্রিয় দৈনিক আমাদের ইতিহাস-ঐতিহ্য, নারী-পুরুষের সমতা, অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতি গড়ে তোলায় আরও জোরালো ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় পত্রিকা দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধপরিবারের একমাত্র পত্রিকা দৈনিক আজাদী