চট্টগ্রামের সিমেন্ট, রড ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আব্দুল মোনাফকে আহবায়ক ও মো. শাহনুর নুরকে সদস্য সচিব করে ২৫ সদস্যের সিমেন্ট উপকমিটি এবং মোসলেহ উদ্দিন সেলিমকে আহবায়ক ও মো. সরওয়ার হোসেনকে সদস্য সচিব করে ২৫ সদস্যের রড উপ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার নগরের মাঝিরঘাটে সংগঠনের কার্যালয়ে সভাপতি লায়ন হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই দুটি কমিটি গঠন করা হয়।
সংগঠনের মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও সাতকানিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ, সিনিয়র সহ সভাপতি মো. আলী আকবর, সহ-সভাপতি আবুল কাশেম তালুকদার, শেখ মো. মনছুর, অতিরিক্ত মহাসচিব মাঈনুদ্দিন রিপন, মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আলী আকবর, আলী আজগর রনি, মো. সরওয়ার হোসেন, এম.এ. মারুফ, মো. আজিজ উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ইব্রাহিম আল হোসাইন, শহিদুল ইসলাম মিঠু, মো. বদিউল আলম তুষার, মো. আকতারুজ্জামান চৌধুরী, মো. জিয়াউর রহমান। সভাপতি লায়ন মো. হাকিম আলী রড-সিমেন্ট ব্যবসায়ী ডিলার এবং রিটেইলারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সকলকে এককাতারে কাজ করার আহবান জানান। সভায় সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ বলেন, আমরা চট্টগ্রাম জেলার রড-সিমেন্ট ব্যবসায়ীরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং আগামীতেও থাকবো। মহাসচিব লায়ন ইব্রাহিম তার বক্তব্যে রড-সিমেন্ট ফ্যাক্টরির সাথে ডিলার ও রিটেইলারদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটি শালিসী বোর্ড গঠন করার প্রস্তাব করেন। প্রেস বিজ্ঞপ্তি।