বাকলিয়া থানা পূজা উদ্‌যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

বাকলিয়া থানা পূজা উদ্‌যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত ১২ সেপ্টেম্বর নগরীর রহমতগঞ্জস্থ মহানগর পূজা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। প্রধান অতিথি ছিলেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি সুমন দেবনাথ। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বাকলিয়া থানা পূজা পরিষদের সভাপতি ডা. নেহেরুলাল ধরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি রত্নাকর দাশ টুনু, বিপ্লব কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক সজল দত্ত, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অ্যাড. টিপু শীল জয়দেব, অরুণ রশ্মি দত্ত, নিউটন কান্তি দে, প্রিয়তোষ ঘোষ রতন, সৌরেন দত্ত, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, রাজন দাশ, অসিত বরণ বিশ্বাস, অমিত ঘোষ, সবুজ দাশ, দীপ্ত সিংহ, রাহুল দত্ত, বিবেক দেব। স্বাগত বক্তব্য দেন, বাকলিয়া থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক মিত্র কুমার শীল। গীতাপাঠ করেন মিলন শীল। রুবেল চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য দেন, ডা. অজিত কুমার শীল, অনিক ব্যানার্জী, নারায়ণ বিকাশ মিন্টু, ডা. সুখেন্দ্র চন্দ্র শীল, রাজ কুমার দাশ, অরুণ দাশ, নিত্যগোপাল দেব, টিটন দাশ, যীশু শীল, মৃদুল দাশ, রুবেল দাশ, সজল দাশ, তাপস দাশ, সমীর দাশ, জয়া বল তপু প্রমুখ। সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। এতে আগামী দুই বছরের জন্য মিত্র কুমার শীলকে সভাপতি ও রাহুল মিত্র (বাপ্পা)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহামুনি এ্যাংলোপালি উচ্চ বিদ্যালয়ে কর্ণফুলী লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের সভা