হাটহাজারীতে ১১০ পিস ইয়াবা সহ মো. জিসান (২৯) নামে এক ব্যাক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় চট্টগ্রাম ক-সার্কেল হাটহাজারী।
গতকাল রবিবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রাম (ক-সার্কেল) হাটহাজারীর উপ-পরিদর্শক শফিয়ার রহমানের নেতৃত্বে পৌরসদরস্থ পশ্চিম দেওয়ান নগর ইদগাঁও হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি পৌরসভার ১নং ওয়ার্ড, সন্দ্বীপ পাড়া পশ্চিম দেওয়ান নগর এলাকার নয়া সওদাগর বাড়ির মো. জাহাঙ্গীর আলমের পুত্র।
এ বিষয়ে উপ-পরিদর্শক শফিয়ার রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরস্থ দেওয়ান নগর ইদগাঁও এলাকা হতে রবিবার রাতে ১১০ পিস ইয়াবা সহ আসামী মো. জিসানকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে সামাজিক ক্ষতি করে আসছে। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ১টি মামলা দায়ের করা হয়।”