জাপা এমপি অধ্যাপক মাসুদা আর নেই

আজাদী অনলাইন | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ২:১৪ অপরাহ্ণ

জাতীয় পার্টির নেতা ও সাংসদ অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ৭০ বছর বয়সী মাসুদা নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন।তিনি এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মাসুদা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আইনপ্রণেতা হিসেবে সংসদে বসেন। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

সোমবার জোহর নামাজের পর মগবাজারে তার নিজ বাসভবনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে আছরের নামাজের পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মাসুদা এম রশিদ চৌধুরীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার চট্টগ্রাম লালদিঘী মাঠে জোহরের নামাজের পর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে আছরের নামাজের পর রাউজানের গহীরা গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এদিকে দলীয় সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ দেশের সব সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ইয়াবা সহ আটক ১