স্যার ও বন্ধুদের সবাইকে মিস করেছি——-হামীম মাহমুদ

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৫ পূর্বাহ্ণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী হামীম মাহমুদ বললেন, দীর্ঘ দেড় বছর পর স্কুল খুলছে। আমি খুব খুশি। করোনার কারণে এই দেড় বছর স্কুলে যাওয়া হয়নি। মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য স্কুলে গেছি। আবার দ্রুত বাসায় ফিরে আসতে হয়েছে। ঘরের বাইরে যাবার তেমন সুযোগ ছিল না। স্কুল খোলায় আমরা এখন বাইরে যেতে পারব। কতদিন স্কুলের স্যার ও আমার বন্ধুদের সাথে দেখা হয়নি! তাদের খুব মিস করেছি। বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারিনি। স্কুল খোলার সুযোগে আবার সবার সাথে দেখা হবে, যোগাযোগ হবে। খেলাধুলা করতে পারব। এটা ভেবে আমার খুব ভালো লাগছে। সুস্থ থাকার জন্যও সবার চেষ্টা করতে হবে। আমি চাই স্কুল যেন আর কখনো বন্ধ না হয়।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের সাংগঠনিক টিমের সদস্যদের মাঠে নামার নির্দেশনা
পরবর্তী নিবন্ধনতুন করে স্কুলে যাওয়ার মতোই মনে হচ্ছে ———অপূর্ব দীপ্ত ভৌমিক