মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ‘বিজয়ের আশা’ দেখছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভায় নিজের জেলা ঠাকুরগাঁওয়ের অভিজ্ঞতা নেতাকর্মীদের বলতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
ফখরুল বলেন, আমার বয়স অনেক হয়েছে। তারপরেও আমি খুব আশাবাদী মানুষ। আমি আরো আশাবাদী হয়েছি গত তিন দিনে, আমার জেলার পাঁচটি উপজেলায় সফর করেছি। আমি দেখেছি মানুষের মধ্যে কি অভূতপূর্ব সাড়া। মানুষ সব দাঁড়িয়ে আছে, নিজের শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই শুরু হবে আন্দোলন, যখনই শুরু হবে সরকারকে পরাজিত করার যুদ্ধ, তারা ঝাঁপিয়ে পড়বে, এই নিশ্চয়তা আমি দেখেছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আসুন অতীতের যে আন্দোলনগুলোতে আমরা জয়লাভ করেছি, সেই আন্দোলনগুলোর মত করে একটা জনগণের ঐক্য সৃষ্টি করে একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে আমরা জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করি, আইনের শাসন প্রতিষ্ঠা করি, এই হোক আজকে আমাদের শপথ।
২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নিয়োগ পাওয়া ১০১৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির দশ বছর পূর্তি উপলক্ষে ‘চাকরিচ্যুতদের মানবেতর জীবনযাপন’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। ক্ষতিগ্রস্তদের প্রতি একাত্মতা ও সমমর্মিতা প্রকাশ করে ফখরুল বলেন, আমরা বলতে চাই, আপনারা একা নন, আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব এবং জয়ী হব ইনশাল্লাহ।