বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরা জিয়াউর রহমানের বিরুদ্ধে বলেছেন। তারা জিয়ার সমাধি ও তার একাত্তর সালের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়েও কথা বলেছেন। এগুলো হচ্ছে হাস্যকর। জিয়াউর রহমান রণাঙ্গনে থেকেই যুদ্ধ করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে মহিলাদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর মহিলাদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে। তারা গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার লুট করেছে, বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অংশ হিসেবে জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। আবু সুফিয়ান বলেন, সরকার এখন দুর্বল হয়ে গেছে। মহানগর মহিলাদলের সভানেত্রী মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এম এ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটন। বক্তব্য দেন, জেসমিনা খানম, খালেদা বোরহান, শাহেদা খানম, রেনুকা বেগম, আঁিখ সুলতানা, রেজিয়া সুলতানা মুন্নি প্রমূখ।
থানা কমিটি : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরীর বিভিন্ন থানা কমিটির উদ্যোগে ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে গতকাল বৃহস্পতিবার পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন তাসলিমা আহমেদ লিমা, জোহরা বেগম, পারভীন আক্তার ফারহানা, রোকসানা বেগম মাধু, হাবিবা সুলতানা প্রমুখ।
খাগড়াছড়ি মহিলা দল : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দলীয় কার্যালয় থেকে র্যালি শেষে জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এমএন আবছার, কংচাইরী মারমা, মোশাররফ হোসেন, আব্দুর রব রাজা, কুহেলী দেওয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।