চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে শরৎ উৎসব গতকাল বৃহস্পতিবার চুয়েট ক্লাব মিলনায়তনে উদ্যাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ইসলাম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি ড. মো. আজাদ হোসাইন, ক্রীড়া সম্পাদক ড. মো. আবুল হাসান, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. ফরহাদ হোসেন, ক্লাবের সদস্য অধ্যাপক ড. আশুতোষ সাহা ও মো. আনিসুজ্জামান খাঁন। অনুষ্ঠানে সদস্যদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। এতে কর্মসূচির মধ্যে ছিল চুয়েট ক্লাবের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো উৎসব এবং বাংলার শরৎ, শরতের সাজে গ্রামে আমি, শরতে চুয়েট আমি, শিরোনামে শরৎভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রেস বিজ্ঞপ্তি।