আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ৩৬৩তম সভা গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদের চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ, ইসি ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, সদস্য নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, হাফেজ মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ এমাদুর রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মোহাম্মদ হারুন, মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. হারুন-অর-রশিদ খান, মো. আমির উদ্দিন, এম কামাল উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. মাহ্মুদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।