১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান আমলে দেশের এক বৈরী সময়ে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, মহামনীষী এতদঞ্চলের প্রথম ইঞ্জিনিয়ার মরহুম জনাব আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব চট্টগ্রাম থেকে প্রতিষ্ঠা করেন জননন্দিত পত্রিকা দৈনিক আজাদী’র। তিনি দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক। তাঁর সম্পাদনায় প্রকাশিত দৈনিক আজাদী চট্টগ্রামের বুকে জন্ম দিয়েছে বহু সাংবাদিক, সাহিত্যিক, কবি ও গবেষককে যাঁরা এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে তাঁদের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। এই বরেণ্য মনীষী’র মৃত্যুর পর দৈনিক আজাদীর হাল ধরেন সুদীর্ঘ চার দশকের নিষ্ঠাবান সম্পাদক স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংবাদিক প্রফেসর মোহাম্মদ খালেদ সাহেব। এরপর দৈনিক আজাদী তাঁর বলিষ্ঠ ও কুশলী সম্পাদনায় এতদঞ্চলের জনমানসে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি অর্জনের স্পৃহাকে অদম্য জাতীয়তাবাদী চেতনার আলোকে জাগিয়ে তুলতে ও বিকশিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা দৈনিক আজাদী র্এখনো ধরে রেখে শুধু চট্টগ্রাম নয়, সারাদেশে প্রশংসিত হয়েছে। দৈনিক আজাদীর গৌরব ও সাফল্যের ৬২ বছর পর্দাপণে এবং জন্মদিনের শুভক্ষণে এই দুই মহামনীষীকে শ্রদ্ধার সাথে স্মরণ ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে আত্নার মাগফেরাত কামনা করছি, তাঁদেরও যারা মরহুম ইঞ্জিনিয়ার আবদুল খালেক সাহেব এবং অধ্যাপক মোহাম্মদ খালেদ সাহেবের একান্ত সহকর্মী হিসেবে দৈনিক আজাদীতে কর্মরত থেকে মৃত্যুবরণ করেছেন। সেই সাথে দৈনিক আজাদীর ৬২ বছর পদার্পণে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি দৈনিক আজাদীর সুযোগ্য নিষ্ঠাবান সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব এম এ মালেক, পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক ও সকল বিভাগের বিভাগীয় সম্পাদকসহ প্রধান প্রতিবেদক, সাংবাদিক, ফটো সাংবাদিক, কম্পিউটার অপারেটরসহ দৈনিক আজাদী পরিবারের সকলের প্রতি। জন্মদিনের শুভ কামনা।