রাঙামাটির লংগদুতে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার নাম কমল ধন চাকমা ওরফে চূড়ান্ত।
গতকাল রবিবার মধ্যরাতে পরিচালিত এক অভিযানে লংগদু উপজেলার মধ্যহাড়িকাটা এলাকা থেকে তাকে আটক করে যৌথবাহিনী।
আটক ব্যক্তি ইউপিডিএফের সশস্ত্র দলের সদস্য বলে জানান লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
তিনি জানান, চার রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ কমল ধনকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) তাকে রাঙামাটি আদালতে চালান দেওয়া হয়েছে।
আটক ব্যক্তি বর্তমানে সংগঠনে জড়িত নন দাবি করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, “তিনি আমাদের সাবেক কর্মী। কোনো অভিযোগ ছাড়াই তাকে আটক করা হয়েছে।”