৬৮ প্রার্থী ফের মাঠে, মেয়র পদে বিএনপির কেউ নেই

চকরিয়ার পৌর নির্বাচন

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় কোন প্রার্থী নেই। সেই হিসেবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরীর সাথে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের জিয়াবুল হকের সাথে। চলতি বছরের ১১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নির্বাচন। কিন্তু করোনার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায় দুই বার। বার বার স্থগিত হওয়ায় বেশ ক্ষতিগ্রস্ত হন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা। তাদের আশা, নির্বাচন অনুষ্ঠানের তারিখ আর পরিবর্তন হবে না। তাই নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। তাঁরা পুরো পৌরসভার অলি-গলিতে ব্যানার ও পোস্টার সাটানো শুরু করেছেন। পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিন ওয়ার্ডে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৫৪ জনসহ সর্বমোট ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
তন্মধ্যে বাতিল হওয়া, আপিলে ফিরে পাওয়াসহ বর্তমানে মেয়র পদে চারজন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জনসহ মোট ৬৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রত্যেককে প্রতীকও বরাদ্দ দেয়া হয়। চকরিয়া পৌরসভায় ভোটার রয়েছেন ৪৮ হাজার ৭২৪ জন।
এদিকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা চার প্রার্থী হলেন-আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মনোহর আলম, স্বতন্ত্র দুই প্রার্থী ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নারিকেল গাছ প্রতীকের প্রার্থী জিয়াবুল হক ও কম্পিউটার প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফয়সাল উদ্দিন সিদ্দিকী।
চকরিয়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ দৈনিক আজাদীকে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। প্রচার-প্রচারণায় প্রার্থীরা আচরণবিধি লক্সঘন করছেন কী-না তাও নজরদারি করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিনোফার্ম ও মডার্নার আরো ৩ লক্ষাধিক ডোজ টিকা চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ যেকোনো মূল্যে রক্ষার ডাক