নগরীর চশমা হিলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। কবর জিয়ারত ও মোনাজাত শেষে ডা. মুরাদ হাসান বলেন, মরহুম জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার নীতি আদর্শ বাস্তবায়নে সর্বদা সোচ্চার ছিলেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক অর্থ বিষয়ক উপ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদুৎ বড়ুয়া, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।