পূর্ণাচার বৌদ্ধ বিহারের অভিষেক

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরীর দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির অভিষেক গত শুক্রবার বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাসন বংশ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক। বিশেষ অতিথি ছিলেন সিএমপি চকবাজার জোনের সহকারী কমিশনার কামরুল ইসলাম, চকবাজার থানা অফিসার ইনচার্জ ফেরদৌস জাহান, চসিক মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। উদ্বোধনী বক্তব্য রাখেন বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আর্যপ্রিয় মহাস্থবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, বিদর্শন বড়ুয়া, পিয়াল বড়ুয়া, শ্রীকান্ত বড়ুয়া, শ্বেতা বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাপস বড়ুয়া ও রুবেল বড়ুয়া। সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বিহার পরিচালনা কমিটির সকল কর্মকর্তাকে শপথবাক্য পাঠ করান এবং উপ-সংঘরাজ কর্মবীর সত্যপ্রিয় গ্রন্থাগারের উদ্বোধন করেন। শেষে তাপস বড়ুয়াকে সভাপতি, রাশেল বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং রুবেল বড়ুয়াকে অর্থসচিব করে কঠিন চীবরদান উদযাপন কমিটি-২০২১ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোর্ট হিলে অগ্নি নির্বাপণ কর্মশালা জেলা প্রশাসনের
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারতে তথ্য প্রতিমন্ত্রী