বাঁচার স্বপ্ন

টুম্পা ভট্টাচার্য | বৃহস্পতিবার , ২৯ জুলাই, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

সবচাইতে বড় সফলতা হলো বেঁচে থাকতে পারা। যারা বড় বড় দুর্যোগের সম্মুখীন হয়েও বাঁচার জন্য আকুল চেষ্টা করে টিকে থাকতে পেরেছে তারাই জীবনের সফল যোদ্ধা। আমরা অনেকেই সফলতা বলতে গাড়ি বাড়ি সম্পদ এসব বিষয়কে সফলতার প্রতীক বলে জানি। মানুষের জীবনে অর্থ সম্পদের অবশ্যই প্রয়োজন আছে কিন্তু একতরফা এসবকেই সফলতা বলতে পারি না। এমনো অনেক পরিচিত আছে যাদের জীবনে চরম থেকে চরম দুর্যোগ আসার পর ভেঙে যেতে যেতেও উঠে দাঁড়িয়েছে আবার নতুন করে শুরু করেছে সবকিছু। জীবনের নতুন অধ্যায় নিজে রচনা করে চলেছে। আমরা অনেকেই তার জায়গায় থাকলে হয়তো নিজেকে শেষ করার কথা ভাবতাম কিংবা মরন ফাঁদে পা দিতাম। কিন্তু সে তেমন কিছুই করেনি বরং ঘুরে দাঁড়িয়েছে।এখন আমরা তো তাকে অনেক বড় সেলিব্রিটি কিংবা অনেক অর্থ উপার্জনের ক্ষেত্রে বিচার করে বলতেই পারি সে আর এমন কি! কিন্তু তাকে তার আপন, প্রিয়জন, সমাজ মারতে মারতেও শেষ করতে পারলো না। সে তো ঈশ্বরের দেয়া জীবন নামক যাত্রায় টিকে থাকতে পেরেছে, যুদ্ধে জয় হতে পেরেছে। যে প্রিয় জনের তৈরি করা মৃত্যুর ফাঁদকে জয় করতে পারে সে জীবনে সুন্দর করে বেঁচে থেকেও দেখিয়ে দিতে পারে। বাঁচতে বা বেঁচে থাকতে হলে অর্থ থেকেও মনোবল অনেক দরকার। অর্থের বোঝা নিয়েও অনেকে তার মতো বাঁচার স্বপ্ন দেখতে পারে না। আর সে তো নিজের যুদ্ধে নিজে জয়ী। আর যে বেঁচে থাকতে পারে সে কাজেও একদিন সফল হবে। ময়ুর হয়ে চিড়িয়াখানায় বন্দী হওয়ার থেকে কোকিল হয়ে স্বাধীনভাবে বেঁচে থাকাও অনুপ্রেরণাময় করি।

পূর্ববর্তী নিবন্ধভালো আছো তো
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জলাশয় কমছে আশঙ্কাজনকহারে