বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনার টিকা নেওয়ার পরে যে সামান্য জ্বর এসেছিল সেটা এখন আর নেই। তিনি মোটামুটি ভালো আছেন। গতকাল মঙ্গলবার রাতে খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। খবর বাংলানিউজের। ডা. জাহিদ বলেন, ভ্যাকসিন নেওয়ার পরে যে জ্বর এসেছিল সেটা এখন আর নেই। গত দু’দিন আগেই তিনি জ্বরমুক্ত হয়েছেন। তবে আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো আছে। হাসপাতাল থেকে বাসায় আনার সময় যে অবস্থা ছিল তার চেয়ে ভালো আছেন কিনা জানতে চাইলে ডা. জাহিদ বলেন, জি উনি এখন মোটামুটি ভালো। তবে পুরোপুরি ভালো হলে তো উনি হুইল চেয়ারে উঠতেন না, সেটাও আপনাদের বিবেচনা করতে হবে। উনিতো কারাগারে যাওয়ার আগে হেঁটে গিয়েছিলেন। কিন্তু কারাগার থেকে যেদিন ছাড়া পেলেন বা কারাগারে থাকা অবস্থায়ইতো তার হুইল চেয়ারে চলাফেরা করতে হয়েছে। তার মানে কোনো মানুষ যখন হুইল চেয়ারে উঠেন তখন তাকে সুস্থ বলা যায় না।