মীরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মীরসরাই পৌরসভার মহিলা কাউন্সিলর (১, ২, ৩) রিজিয়া বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল রবিবার সকাল ১১টায় চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর মা। রিজিয়া বেগম মীরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার জামাল উল্লাহ ইঞ্জিনিয়ার বাড়ির মৃত মোশাররফ হোসেনের স্ত্রী।
জানা গেছে, রিজিয়া বেগম মীরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মীরসরাই পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে টানা চারবার নির্বাচিত হয়েছিলেন। গত ২০ থেকে ২৫ দিন ধরে করোনা পজিটিভ হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাউন্সিলর রিজিয়া বেগম। রবিবার সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত শনিবার (২৪ জুলাই) বিকালে তার মেঝ বোনও করোনায় মারা গেছেন। রবিবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের সামনে রিজিয়া বেগমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকাল সাড়ে ৫টায় মীরসরাই পৌরসভার ঈদগাহ মাঠে মরহুমার দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উত্তর জেলা আ.লীগের শোক: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধরী তপুর মা রিজিয়া বেগমের মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তাঁরা মরহুমার পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।