মাদার্শায় বিনামূল্যে গাউসিয়া কমিটির ভ্যাকসিন নিবন্ধন

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি হাটহাজারী উপজেলার পূর্ব ও ১০ নং উত্তর মাদার্শা শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম বদিউল আলম হাটে অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়।
গত ২২ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী। গাউসিয়া কমিটি ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন শাখার সভাপতি আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি হাটহাজারী উপজেলার পূর্ব শাখার সভাপতি গাজী মোহাম্মদ লোকমান। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি হাটহাজারী উপজেলার পূর্ব শাখার সহ-সভাপতি মোহাম্মদ এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ এনামুল হক, আবদুল্লাহ শাহ, জাহিদ হাসান, মেহেদী হাসান নাঈম, নেজাম উদ্দিন, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ সাদাত হোসেন, ওমর হায়দার অয়ন, আশরাফুল হক রিদয়, ওমর হায়দার অয়ন, মোহাম্মদ তানভীর হোসেন, আরফাত হোসেন, মোহাম্মদ মঈনুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৩ জনকে ২২০০ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধদুর্গম পাহাড়ে প্রতিবন্ধী পরিবারের পাশে স্মাইল বাংলাদেশ