দুর্গম পাহাড়ে প্রতিবন্ধী পরিবারের পাশে স্মাইল বাংলাদেশ

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশের উদ্যোগে ঈদের দ্বিতীয় দিন সীতাকুন্ড ছিন্নমূল এলাকায় প্রতিবন্ধী দরিদ্র পরিবারের জন্য একটি গরু কোরবানি দিয়ে মাংস ও মশলা সামগ্রী বিতরণ করা হয়। স্মাইল বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম ইমরান বলেন, দুর্গম এই এলাকায় বসবাস করছে অর্ধশত প্রতিবন্ধী ও দরিদ্র পরিবার। পানি বিদ্যুৎসহ নানা সমস্যার মাঝে এদের বসবাস। প্রতিবন্ধী পরিবারগুলোর ভিক্ষা করে সংসার চলে। তারা কোরবানী দিবে তো দূরের কথা, অল্প মাংসের জন্য কারো দুয়ারেও যাওয়ার সুযোগ নেই কিংবা কেউ দিতেও আসেনা। এসব সুবিধা বঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে স্মাইল বাংলাদেশর এই ব্যতিক্রমী আয়োজন। একটি গরু কোরবানি করে ৪১ টি পরিবারের মাঝে ২ কেজি করে মাংস এবং এবং ১০ কেজি করে মশলা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্মাইল বাংলাদেশের পরিচালক নজরুল ইসলাম জয়, সভাপতি সাইফুল ইসলাম, শাহদাত ফজলু, রাসেল, হানিফ, হাকিম, হৃদয়, মুহিব, রানা, তানপুরা, সাবরিনা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদার্শায় বিনামূল্যে গাউসিয়া কমিটির ভ্যাকসিন নিবন্ধন
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক