স্বাস্থ্যবিধি মেনেই উপভোগ্য হোক ঈদ আনন্দ

হামিমা জামিল রুমা | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:০৫ পূর্বাহ্ণ

করোনার তৃতীয় ঢেউয়ের তাণ্ডবের মধ্যেই চলে এলো ঈদুল আযহার আয়োজনের ধুম। মুসলমানদের দ্বিতীয় প্রধান বৃহত্তম ধর্মীয় উৎসব হলো ঈদুল আযহা বা কোরবানি ঈদ। কোরবানি ঈদের আসল ফজিলত হলো,আল্লাহর নামে পশু জবাই করে নিজেকে আল্লাহর দরবারে সঁপে দেয়া। আবার কোরবানি ঈদ মানেই গরু ছাগল কেনার ধুম। কে কেমন গরু-ছাগল কিনল সেটা জানার তীব্র ইচ্ছে। চালের রুটি ছাড়া কি আর কোরবানি গোশতের আসল স্বাদ মেলে? কোরবানের আগের দিন রাতে প্রতিটি ঘরে ঘরে চালের রুটি বানানোর ধুম। মুহূর্তটা সত্যিই অসাধারণ। ঘরের বাচ্চা ও মুরুব্বিদের উত্তেজনা ভরা আনাগোনাই যেনো পরিপূর্ণ করে তোলে কোরবানি ঈদের খুশিকে। তারপর গরু-ছাগল জবাইয়ের পর আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশির কাছে গোশত রুটি পাঠানোর মাধ্যমেই যেনো কোরবানির আসল তৃপ্তি লুকিয়ে থাকে।
করোনাকালিন ঈদ বদলে দিলো খুশি আনন্দের আসল চিত্র। সবগুলো খুশি আজ ঘরের মধ্যেই সীমাবদ্ধ। কোথায় যেনো হারিয়ে গেলো সবাই মিলে ঈদের উৎসবে মেতে উঠার আনন্দ ! কোথায় যেনো হারিয়ে গেলো এই বাসা ওই বাসা সবাই মিলে ঈদের আগের দিন রাতের হৈচৈ করা মুহূর্তগুলো। করার কিছুই নেই আজ আমরা নিরুপায়। পুরো পৃথিবী আজ করোনার ভয়াল থাবায় খুব অসুস্থ। করোনাকালিন এই সময়ে মানতে হবে নিয়মনীতি, নিজে সচেতন হয়ে পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা ও অন্যদের সচেতন করার চেষ্টাতেই আমরা হয়তো পৃথিবী সুস্থ হবার জন্য দোয়া ও আল্লাহ সুবহানাল্লাহর দরবারে রহমতের আশা রাখতে পারি।

পূর্ববর্তী নিবন্ধঈদে সংক্রমণ রোধে সচেতন হতে হবে
পরবর্তী নিবন্ধপশু কেনায় প্রতিযোগিতা নয়, আসুন মানবিক হই