এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া চাই, যারা কল্যাণের প্রতি আহবান জানাবে, ভাল কাজের নির্দেশ দেবে এবং মন্দ থেকে নিষেধ করবে। আর এসব লোকই লক্ষ্যস্থলে পৌঁছেছে।
আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১০৪) সূরা আ-ল-ই ‘ইমরান’।
আল্লাহ যখন কাহারও মঙ্গল কামনা করেন তখন তাহাকে বিপদে জড়িত করেন।
– আল-হাদিস ( বোখারী)।
জীবন হচ্ছে মৃত্যুর ঘষ্ঠি সঙ্গী।
-এম, টি, কোলরিজ।