চবিতে প্রফেসর ড. রশিদুল হকের স্মরণ সভা

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে গণিত বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট গণিতবিদ প্রফেসর ড. রশিদুল হকের স্মরণ সভা গত ১৭ জুলাই ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। এতে সভাপতিত্ব করেন চবি গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আমান উল্লাহ।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ড. রশিদুল হক চবি গণিত বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে বিভাগের উন্নয়নে আন্তরিক ভূমিকা রেখেছেন। তাঁর এ অবদান কখনও ভুলে যাবার নয়। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, মার্জিত, বিনয়ী, অসাধারণ প্রতিভাধর একজন আদর্শ শিক্ষক।
স্মরণ সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও চবি গণিত বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আলী ইমাম মজুমদার, প্রফেসর ড. রশিদুল হকের সহকর্মী প্রফেসর ড. নুরুল আলম খান, চবি গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, চবি গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মুন্সী নজরুল ইসলাম, উক্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোসলেহ উদ্দীন আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রফেসর ড. কামরুল ইসলাম, চবি গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ইউজিসি’র সাবেক অধ্যাপক প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরী, চবি গণিত বিভাগের প্রফেসর ড. নুরুন নাহার বেগম এবং হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমদ। এ ছাড়াও মরহুম প্রফেসর ড. রশিদুল হকের সহধর্মিণী এবং তাঁর ৫ কন্যা স্মরণ সভায় ভার্চুয়ালী যুক্ত ছিলেন এবং পরিবারের পক্ষে মরহুমের কন্যা মেঘলা রশিদুল হক বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ফ্রি চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধমহামারী করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরিধান করুন