মহামারী করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরিধান করুন

দরিদ্র মহিলাদের মাঝে ত্রাণ বিতরণে শাহাদাত

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মহামারী করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরিধান করুন। তিনি বলেন, ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনতে পারলেই করোনা প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। এছাড়াও এলাকাভিত্তিক জোনিংয়ের মাধ্যমে রেড জোন, গ্রীন জোন এবং ইয়োলো জোনে চিহ্নিত করতে হবে। মাস্ক বিতরণ কর্মসূচির মাধ্যমে আরো গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি গতকাল রবিবার বাদশা মিয়া রোডস্থ নিজ বাসভবনের নিচে ৩০, ৩১ এবং ২২নং এলাকার অসহায়, দরিদ্র মহিলাদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ডা. সাদ্দাম হোসেন, ডা. মেহেদী, নগর মহিলা দল নেত্রী আর্যুন নাহার মান্না, বাকলিয়া থানা মহিলা দলের সভানেত্রী রেজিয়া বেগম মুন্নি, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মহিলা দল নেত্রী রেনুকা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সরকার জীবন-জীবিকার মধ্যে সমন্বয় না থাকার কারণে ত্রাণ বিতরণে দুর্নীতি হয়েছে। আর দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার কারণে জনগণের দুর্ভোগ চরমে উঠেছে। সরকারের আশ্রয়-প্রশ্রয়ে থাকা দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দুর্নীতি একটি মহা ব্যাধিতে পরিণত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে প্রফেসর ড. রশিদুল হকের স্মরণ সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এক লাখ গাছের চারা রোপণ করবে ডায়মন্ড সিমেন্ট