আন্দরকিল্লায় সেবকদের মাঝে রেইনকোট বিতরণ

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর পক্ষে কাউন্সিলর জহরলাল হাজারী ও কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে গত ১৭ জুলাই কর্পোরেশন সেবকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বর্ষায় কাজ-কর্মের সুবিধার্থে আন্দরকিল্লা ওয়ার্ডের সেবকদের এসব রেইনকোর্ট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, যুব ছাত্রনেতা কাজী তারেক, মোহম্মদ রানা, নিশাত চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে কর্পোরেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ের অসচ্ছল পরিবারের জন্য বিএসআরএমের উপহার সামগ্রী হস্তান্তর
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ৩০০ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সবজি বিতরণ