মীরসরাইয়ের অসচ্ছল পরিবারের জন্য বিএসআরএমের উপহার সামগ্রী হস্তান্তর

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় ইস্পাতশিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের উদ্যাগে মীরসরাইয়ের অর্ধ হাজার অসচ্ছল, কমর্হীন পরিবারের জন্য উপহার সামগ্রী মীরসরাই-এসোসিয়েশন চট্টগ্রামের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার মীরসরাই সোনাপাহাড়স্থ বিএসআরএমের কারখানায় মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে ও সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর এসব উপহার সামগ্রী তুলে দেন বিএসআরএমের ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাশিম চৌধুরী, বিএসআরএমের ম্যানেজার (মানব সম্পদ) জামাল হোসাইন, সহ-ম্যানেজার (এডমিন) জামাল উদ্দিন, সহ-ম্যানেজার (সিকিউরিটি) মো. ফয়েজ উল্লাহ প্রমুখ। এ সময় ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, দেশব্যাপী করোনাভাইরাসে বিপদগ্রস্থ ও সহায়হীন মানুষের পাশে দাঁড়ানোকে বিএসআরএম ব্যবসার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই মনে করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে আনিসুজ্জামান চৌধুরী রনির ন্যাজাল ক্যানুলা প্রদান
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লায় সেবকদের মাঝে রেইনকোট বিতরণ