কক্সবাজারে করোনায় একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবারে এ মৃত্যুর ঘটনা গতবছর মার্চে জেলায় করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সর্বোচ্চ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । এনিয়ে শনিবার পর্যন্ত জেলাব্যাপী করোনায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ১৪৯ জনের। যার মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭৩ জন, উখিয়া উপজেলায় ২১ জন রোহিঙ্গাসহ ২৯ জন, চকরিয়া উপজেলায় ১৬ জন, টেকনাফ উপজেলায় ২ জন রোহিঙ্গাসহ ১৪ জন, রামু উপজেলায় ৭ জন, পেকুয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ৩ জন এবং কুতুবদিয়া উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
কঙবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, গত শনিবার পর্যন্ত কঙবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছে মোট ১৫ হাজার ২০৫ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ২৬৪ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮০.৬৬% ভাগ। আর আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.২১% ভাগ।
তিনি আরো জানান, বর্তমানে পিসিআর পদ্ধতির কঙবাজার মেডিকেল কলেজের ল্যাবে এবং জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে সমুহে র্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে করোনা রোগীদের জন্য কঙবাজারে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালসহ সরকারি পরিচালিত ৪শত ও এনজিও পরিচালিত ৬শত বেডের চিকিৎসা সুবিধা রয়েছে।












