ফকির আলমগীর লাইফ সাপোর্টে

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসে আক্রান্ত একাত্তরের কণ্ঠযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব। তিনি বলেন, বাবার অঙিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে এলে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অঙিজেন স্যাচুরেশন ৯০ুএ উন্নীত হয়েছে বলেও জানান তিনি। খবর বাংলানিউজের।
গত ১৪ জুলাই ফকির আলমগীরের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এরপর একদিন পর ১৫ জুলাই তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফকির আলমগীর। তার ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত।

পূর্ববর্তী নিবন্ধআইএফবি নোটিশে ছিল না সিআরবির নাম
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ চাল ডাল তেল জব্দ