চট্টগ্রামের শীর্ষ পাঁচ আ. লীগ নেতার না, পক্ষে একজন

সিআরবিতে হাসপাতাল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল নির্মাণ চেষ্টার বিরুদ্ধে একমত হয়েছে চট্টগ্রামের শীর্ষ পাঁচ আওয়ামী লীগ নেতা। তবে হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছেন একজন। সিআরবিতে হাসপাতালের বিরুদ্ধে চট্টগ্রামের নাগরিক সমাজের অবস্থানের প্রেক্ষিতে গত শুক্রবার বিকালে সার্কিট হাউসে জরুরি বৈঠকে বসে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। বৈঠকে সিআরবির মতো একটি ঐতিহ্যবাহী এলাকায় বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শীর্ষ পাঁচ নেতা শক্ত অবস্থান নিলেও এক শীর্ষ নেতা হাসপাতালের পক্ষে অবস্থান নিয়েছেন বলে বৈঠকে উপস্থিত দুই শীর্ষ নেতা আজাদীকে জানিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে, সিআরবির হাসপাতাল নিয়ে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ক্ষোভে ফুঁসছে। এ নিয়ে একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছানোর লক্ষ্যে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ছয় শীর্ষ নেতা শুক্রবার বৈঠকে বসেন। বৈঠকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান উপস্থিত ছিলেন।
সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে বৈঠকে আলোচনা শুরু হলে ছয় শীর্ষ নেতা নিজ নিজ বক্তব্যে বলেন, সিআরবির মতো কালচারাল অ্যান্ড হেরিটেজ জোনে হাসপাতাল নির্মাণ হবে আত্মঘাতী।
এক শীর্ষ নেতা বলেন, পরিবেশ নষ্ট করে হাসপাতাল নির্মাণের পক্ষে আমিও নই। ছয়জনের মধ্যে শুধুমাত্র একজনই ইনিয়ে বিনিয়ে হাপাতালের পক্ষে যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন।
চট্টগ্রামের আওয়ামী লীগের এক শীর্ষ নেতা গতকাল আজাদীকে জানান, মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রায় নেতা সিআরবির পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে। শুধুমাত্র একজন শীর্ষ নেতা হাসপাতালের পক্ষে বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে কার
পরবর্তী নিবন্ধসন্তান প্রসবের সাড়ে তিন ঘণ্টা পর করোনার কাছে হার