পটিয়া বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেছে একটি দ্রুতগামী প্রাইভেটকার। এতে নিহত হয়েছেন গাড়িটির চালক আল আমিন (২৮)। আহত হয়েছেন শিশুসহ আরো চারজন। তারা হলেন কক্সবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবদুল লতিফ (৪২), তার স্ত্রী নাসওয়াত শরীফ (৩২), মেয়ে আরোশা (৩) ও জাবের হোসেন (৬)। সে পিরোজপুর জেলা সদরের সর্দার বাড়ির মৃত সেকান্দর সরদারের পুত্র। গত শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আবদুল লতিফ পরিবার নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় গাড়িচালক মারা গেছে। গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।