জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধি ‘বঙ্গবন্ধু’ নামের প্রস্তাবক বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক গত বুধবার দিবাগত রাত পৌনে ১টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার মাগরিবের পর গুলশান আজাদ মসজিদে জানাজা নামাজ শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। রেজাউল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম একাডেমির পরিচালনা পর্ষদ, জাপা নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কে এন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক জুবায়ের হাসান চৌধুরী, চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি আব্দুল মোবারক, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি লায়ন আহসানুল করিম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, উত্তর জেলা শাখার সভাপতি বেলায়েত হোসাইন, সাধারণ সম্পাদক আহম্মদ হোসাইন নিজামী, দক্ষিণ জেলার সহ সভাপতি শামছুদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমান প্রমুখ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রেজাউল হক চৌধুরী মুশতাক আনোয়ারা থানার ভিংরোল গ্রামের মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সংগঠক রেজাউল হক স্বাধীনতা উত্তর ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি ছিলেন। তিনি ১৯৬৭-৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৮ সালের ৩ নভেম্বর ঢাকা কলেজ শাখা, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্যাডে ‘আজব দেশ’ শিরোনামে নিজের সারথী (ছদ্মনাম) নামে প্রথম ‘বঙ্গবন্ধু’ শব্দটি ব্যবহার করেছিলেন। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ওই সভায় ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।