পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হবে আত্মঘাতি

বিজিএমইএ নেতা সৈয়দ নজরুল ইসলাম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

ঈদুল আজহার পর সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধে পোশাক কারখানা বন্ধ রাখা আত্মঘাতি সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। গতকাল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, লকডাউনের মধ্যেও পোশাক কারখানা খোলা রাখায় সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় রপ্তানিতে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ঈদের পর লকডাউনে কারখানা বন্ধ রাখা হলে বিপুল পরিমাণ রপ্তানি আদেশ বাতিল অথবা স্থগিত হবে। নতুন অর্ডার পেতে সমস্যা হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেনার জট সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হবে। অপরদিকে কারখানা বন্ধ রাখা হলেও উল্টো করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পোশাক কারখানা ৩০-৩৫ লাখ শ্রমিকের ৫০ শতাংশই উত্তরবঙ্গের। কারখানা বন্ধ থাকার সুযোগ সবাই গ্রামে চলে যাবেন।
এতে গ্রামাঞ্চলে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে। ইতোমধ্যে গ্রামে করোনার প্রকোপ বেড়েই চলেছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু নামের প্রস্তাবক রেজাউল হক মুশতাকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধ৭৮৬