হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল বুধবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মো. রাকিব (২১) নামে এক ইভটিজারকে আটক করেছে। উপজেলার বড়দিঘির পাড় স্থান থেকে তাকে আটক করা হয়। তিনি ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. এমরানের পুত্র। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার শরীফ উল্লাহ জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুটি মেয়ে গত তিন বছর ধরে ওই এলাকায় টিউশনি করতে যায়। গত কয়েক মাস ধরে কয়েকটি ছেলে মেয়েগুলোকে অশালীন কথা বলে উত্ত্যক্ত করার চেষ্টা করছিল। গতকাল এক মেয়ে থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাকিব নামের ছেলেটিকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।