করোনাকালে বাড়াতে হবে সহায়তার হাত

প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে মেয়র

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১১:৫২ পূর্বাহ্ণ

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনাকালে নিম্ন আয়ের মানুষ নিদারুণ কষ্টে আছে। এই কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ অর্থ অসহায় পরিবারগুলোর মাঝে পৌঁছে দিয়ে জানান দিতে চাই সরকার জনবান্ধব। সাধারণ জনগণের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সব সময় পাশে আছে। তিনি বলেন, যেকোনোভাবে সমন্বিত উদ্যোগে সচেতনতা সৃষ্টি করে আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং ধৈর্য্য ও সাহসের সাথে একে অপরের প্রতি সহানুভূতিশীল থেকে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
গত মঙ্গলবার নগরীর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে একটি কনভেনশন হলে করোনায় কর্মচ্যুত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ অর্থ বিতরণকালে তিনি এ কথা বলেন। ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, হাজী দোস্ত মোহাম্মদ, ইদ্রিস কাজেমী, মো. ইব্রাহিম ও হাজী আহমেদুর রহমান। এ সময় তিনশ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ইভটিজার আটক, জরিমানা
পরবর্তী নিবন্ধজেনারেল হাসপাতালের জন্য ইকোর ১ হাজার পিস কেএন৯৫ মাস্ক