কঠোর লকডাউনের শেষদিন গতকাল বুধবার চন্দনাইশের দোহাজারী পৌরসভা সদর, জামিজুরী, বাগিচাহাট ও গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ১৪ জনের কাছ থেকে ১৪ মামলায় ২৭ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
অভিযানে দোহাজারী পৌরসভা সদরের আলম ফার্মেসিকে ৫ হাজার, মা মেডিসিনকে ৫ হাজার, আলম শাহ্ ফার্মেসীকে ২ হাজার, খাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, সাইফুল নামে ১ পথচারীকে ১০ হাজার, গাছবাড়িয়া এলাকার নুর আহমদকে ১ হাজার এবং ৮ জন পথচারীকে ১ হাজার ৮শ টাকাসহ ২৭ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, লকডাউনের বিধি নিষেধ এবং স্বাস্থ্যবিধি না নামায় এসব জরিমানা করা হয়।