৭৮৬

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

এবং তোমরা কিভাবে কুফর করবে? অথচ তোমাদের উপর আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় এবং তোমাদের মধ্যে তাঁর রসূল তাশরীফ রাখছেন। আর যে আল্লাহর আশ্রয় নিয়েছে, তবে নিশ্চয় তাকে সোজা রাস্তা দেখানো হয়েছে।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১০১) সূরা আ-ল-ই ‘ইমরান’।

ক্ষুধার্তকে অন্ন দান কর, রোগীর সেবা কর, বন্দীকে মুক্তি দাও, যদি সে অন্যায়ভাবে বন্দী হইয়া থাকে।
– আল-হাদিস (আবু দাউদ, বোখারী)।

উৎকৃষ্ট খাবারের সঙ্গে উৎকৃষ্ট বন্ধুর প্রয়োজন।
-এমিলি ডিকেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হতদরিদ্ররা পাচ্ছে পৌনে ৩ হাজার মেট্রিক টন চাল
পরবর্তী নিবন্ধসিআরবি-তে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা হোক