গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে পটিয়ার এক কলেজ ছাত্রী। উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ড নুর হোসেন ফকির বাড়ির নানার বাড়িতে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ কলেজ ছাত্রীর নাম রেশমী আকতার (১৯)। সে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মৃত আবদুল গফুরের কন্যা।
রেশমী পটিয়া সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পাঁচ বছর বয়স থেকে রেশমী পটিয়া জঙ্গলখাইনে নানার বাড়িতে থেকে পড়ালেখা করত। ঐ ছাত্রীর নানী আছিয়া খাতুন জানান, সোমবার সকালে সে ঘুম থেকে উঠে যথারীতি চা-নাস্তা করে। পাশের ঘরে আমার ফেলে আসা মোবাইল ফোন সেটটি আনতে যায়। ২০ মিনিট পরে তাকে শোয়ার ঘরের ছাদের বিমের সাথে ওড়না পেঁচানো ঝুঁলন্ত অবস্থায় দেখা যায়। পরে আশপাশের লোকজনকে ডেকে তার লাশটি ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।












