সবজি বিক্রেতার টাকা ও মোবাইল ছিনতাইয়ে দুই যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ২:১৪ অপরাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা শহীদের জুতা ছিঁড়ে গেলে তিনি সেই ছেঁড়া জুতা হাতে দোকান খুঁজছিলেন নতুন জুতা কেনার আশায়। এসময় দেখা তার দুই যুবকের সাথে। শহীদকে ভালো মানের নতুন জুতা কিনে দেয়ার কথা বলে নিয়ে যায় তারা বাজারের অন্ধকার গলিতে। কেড়ে নেয় পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন। গত ৮ জুলাই এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার দুইদিন পর ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাত ২ টার দিকে নুপুর মার্কেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে উদ্ধার করা হয় নগদ ৭ হাজার ৬০০ টাকাসহ একটি মোবাইল ফোন। গ্রেপ্তার দুই যুবক হলেন মো. তারেক (২৫) ও মো. আব্বাস উদ্দিন (২০)। কোতোয়ালী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ঘটনার পরপরই সবজি বিক্রেতা মো. শহীদুল্লাহ প্রকাশ শহীদ (৩০) কোতোয়ালী থানায় একটি মামলা করেন। এর পর গভীর রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। আসামিরা ওই এলাকার একটি দোকানে কাজ করে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন মাস আগের চোরাই গরু উদ্ধার
পরবর্তী নিবন্ধছয় ব্যক্তিকে ২৩০০ টাকা জরিমানা