“পরাজয়” একটা দলকে বরণ করতে হবেই। গোলের খেলা ফুটবল। জয় পরাজয় থাকবেই। যদি আরো খোলাসা করে বলি, একটা দল পরাজিত হলেই, আর একটা দল জিতবে। বলছি সেই চিরাচরিত আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলা নিয়ে। জ্ঞানীরা বলেন, “বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ”। ফুটবল প্রেমিক দু’দলের সমর্থকদের আবেগ ভালোবাসা দেখলে এই কথাটা মিথ্যা প্রমাণিত হয়। মানুষের আবেগ এখনো কমেনি। দু’দলের সমর্থকদের বলছি জয় পরাজয় সহজভাবে নেন। এটা নিয়ে যৌক্তিক তর্ক বা বিতর্ক করুন, তবে মারামারি কাটাকাটি নয়। শুধু জয়ের জন্য খেলা নয়। কিশোর তরুণদের বলছি অতি আবেগ নয়, খেলায় জিততে হবে এটা নয়। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা সফল ও সার্থক হোক। আর আমরা উপভোগ করি ফুটবলের নান্দনিকতা।