মাঠের খেলায় ফুটে উঠুক ফুটবলের সৌন্দর্য

মীর মো. আদনান সাকিব | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

কোপা আমেরিকার ফাইনালের কথা। ইতোমধ্যে জনপ্রিয় ব্রাজিল-আর্জেন্টিনা নিজ নিজ নান্দনিক খেলা উপহার দিয়ে ফাইনালের রঙ্গমঞ্চে পৌঁছে গেল। আর এতেই যেন বাঁধভাঙা উচ্ছ্বাস বাংলার মাটিতে। শুরু হয়েছে কথার লড়াই, আবার গণমাধ্যম সমীপে জানতে পারলাম দেশের কোথাও কোথাও এই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ার ঘটনা। যেটি মোটেও কাম্য নয়। খেলা তো খেলাই সেটিকে যেন সংঘর্ষ, ক্ষোভ, রাগের বশবর্তী বানিয়ে না ফেলি। এই খেলাই তো ক্ষণিক সময়ের জন্য হলেও আনন্দের খোরাক জোগায়। সেই আনন্দটা যেন বিষাদে পরিণত না হয় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে চলছে ঝাঁঝালো সব পোস্ট, আর কমেন্ট বঙগুলো যেন একেকটা গোলা বারুদ। ব্রাজিল-আর্জেন্টিনা কেউ কারো থেকে কম যায় না। ফুটবলের বরপুত্র ব্রাজিলের পেলে হলেও, আর্জেন্টাইন তারকা ম্যারাডোনা যেন ফুটবলের রাজা। সেই পুরনো সব স্মৃতি ইন্টারনেট দুনিয়ার কল্যাণেই আবারো চোখের সামনে। পুরনো স্মৃতিকে আগলে রেখে বর্তমানের তারুণ্য নির্ভরতার প্রতীক মেসি বা নেইমার কার ভাগ্যে যাচ্ছে কোপার শিরোপা? সেটিই এখন দেখার বিষয়। তর্কাতর্কি বাদ দিয়ে মাঠের নান্দনিক খেলা নিয়েই আনন্দ উপভোগ করি। কথা বা শক্তির লড়াইয়ের না হয়ে আনন্দের খোরাকের মধ্যেই যেন থাকে আসন্ন ফাইনাল খেলা। শুভকামনা বিশ্বের দুই জনপ্রিয় ব্রাজিল-আর্জেন্টিনা দলের জন্য।

পূর্ববর্তী নিবন্ধআহসান হাবীব : প্রথিতযশা কবি, যশস্বী সাংবাদিক
পরবর্তী নিবন্ধফুটবলের নান্দনিকতা উপভোগ করুন