আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও সে জায়গায় নানা কারণে কার্যালয় নির্মাণ করতে পারেনি উপজেলা আওয়ামী লীগ। অবশেষে দীর্ঘ ২৯ বছর পর সে দলীয় জায়গায় নৌকা সদৃশ কোটি টাকা ব্যয়ে কার্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বর্তমানে এই কার্যালয়ের প্রথম তলার কাজ প্রায় শেষ পর্যায়ে। কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য কার্যালয়ে আধুনিক ডিজাইনের নৌকার প্রতিকৃতি ও জাতির জনকের ভাস্কর্য থাকবে বলে জানান ভবন নির্মাণকাজে তদারকিতে থাকা আওয়ামী লীগ নেতা জিল্লুল করিম শরীফি। তিনি বলেন, এমপি মহোদয় চান একটি আধুনিক ডিজাইনের দলীয় কার্যালয়। সে লক্ষ্যে কাজ চলছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এ কার্যালয়। এদিকে গতকাল সাংসদ মোস্কাফিজুর রহমান চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে দলীয় কার্যালয় নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দলের সকল কর্মীদের একটি সুনির্দিষ্ট বসার ঠিকানা হচ্ছে এটা। এ সময় এমপির সাথে চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, খানখানাবাদের চেয়ারম্যান বদরউদ্দিন চৌধুরী, আ.লীগ নেতা জিল্লুল করিম শরীফি, এডভোকেট তোফাইল বিন হোছাইন, মাওলানা আকতার হোছাইন, রশিদ আহমদ, ফিরোজ শাহীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।