ভারতে চার মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক শনাক্ত

| বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে, দেশটিতে প্রায় চার মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, গতকাল মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৩৪ হাজার ৭০৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। শনাক্ত রোগীর এ সংখ্যা ১১১ দিনের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।এদিন মৃতের সংখ্যাও ৫ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম ছিল। খবর বিডিনিউজের।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে শনাক্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা তিন কোটি ছয় লাখ ১৯ হাজার ৯৩২ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু : একটি দুঃসাহসী প্রয়াসের সফল বাস্তবায়ন
পরবর্তী নিবন্ধব্রিটেনে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা তুলে নেয়া হচ্ছে