মৌলভীবাজার জেলার রাজনগর থানার ১নং ফতেহেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড তিনটি গ্রাম নিয়ে গঠিত, এই ওয়ার্ডে প্রায় সাড়ে তিন হাজার মানুষের বাস। নিম্নমধ্যবিত্ত মানুষের সংখ্যাই সিংহভাগ। কৃষি কাজই তাদের একমাত্র পেশা। ঘন জনপদের অসহায় অনেক পরিবারের সদস্যদের অসুখবিসুখ বারোমাস লেগে থাকে। দারিদ্রতায় ঘিরে থাকা মানুষরা অসুখের প্রাথমিক অবস্থায় ডাক্তারের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকে। অনেকেই ছোট ছোট রোগ থেকে চিকিৎসাহীনতায় মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে।
গ্রাম থেকে উপজেলা হাসপাতাল বেশ দূরে থাকায় সেখানেও যাতায়াত অনেকের পক্ষে সম্ভব হয় না। ৩নং ওয়ার্ডের মানুষদের কঠিন দুর্ভোগ থেকে রক্ষা করতে একটি কমিউনিটি ক্লিনিক অপরিহার্য। জাহিদপুর এই ওয়ার্ডের বড় গ্রাম, গ্রামের মানুষদের দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা একটি কমিউনিটি ক্লিনিক। তাই জাহিদপুর গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
রাশেদ বিন শফিক, রাজনগর, মৌলভীবাজার