ভারতের করোনা ভাইরাসের প্রকোপ এখন ধীরে ধীরে কমলেও বাস্তবতা যা রয়েছে তাতে এই মুহূর্তে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর আয়োজন সম্ভব নয়। করোনার কারণে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে আইপিএল। সব মিলিয়ে যে আভাস মিলছিল, সেটিই সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বিসিসিআই সচিব জয় শাহ গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে জানিয়েছেন টুর্নামেন্টের সূচি এখনও ঠিক করা হয়নি। তিনি বলেন আমরা টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিচ্ছি। গতকাল সন্ধ্যায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সূচি পরে করা হবে। এখনও সূচি নিয়ে পুরো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই তা জানানো হবে। সবশেষ বোর্ড সভায় এই টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বিসিসিআইকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছিল আইসিসি। শেষ দিনে আইসিসিকে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভেন্যুতে বদল এলেও আইসিসি আগেই নিশ্চিত করেছিল, মূল আয়োজক থাকবে ভারতই।
গত ১ জুনের সভায় আইসিসি জানিয়েছিল, আরব আমিরাতের তিন ভেন্যুর সঙ্গে সম্ভাব্য বিকল্প হিসেবে ওমানকেও রাখা হতে পারে। ভারতীয় ক্রিকেটর বোর্ডের সচিব জয় শাহও জানিয়েছেন, আসরের প্রথম রাউন্ড হতে পারে ওমানে। টুর্নামেন্টের এই অংশে যারা খেলবে তারা হলো বাংলাদেশ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। এখান থেকে চারটি দল যাবে পরের পর্বে। সেখানে সরাসরি জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও ভারত। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী অক্টোবরের মাঝামাঝি শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।