কিরূপে আল্লাহ এমন সম্প্রদায়ের হিদায়ত চাইবেন, যারা ঈমান এনে কাফির হয়ে গেছে এবং সাক্ষ্য দিয়েছিলো যে রসূল সত্য; আর তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাদি এসেছিলো? এবং আল্লাহ অত্যাচারীদেরকে হিদায়ত করেন না।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৮৬) সূরা আ-ল-ই ‘ইমরান’।
মানুষ আপন পরিজনের জন্য যাহা ব্যয় করে তাহা তাহার পক্ষে ছাদ্কা।
-আল-হাদিস (বোখারী, তিরমিজী)।
প্রকৃতি নিয়ম মানতে ও জানে আবার ভাঙতে জানে।
– সিসেরো।