আবুধাবি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের জন্য নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে চট্টগ্রামের দল বাংলা টাইগার্স। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টুয়ার্ট ল কে দলটির হেড কোচের দায়িত্ব দিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার শন টেইটকে বোলিং কোচ এবং পল নিক্সনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স। এদিকে বাংলা টাইগার্সের টিম কো-অর্ডিনেটর জাফির ইয়াছিন চৌধুরী বলেন একটি দলকে চ্যাম্পিয়ন হতে হলে দরকার চ্যাম্পিয়ন কোচ। আমরা বিশ্বাস করি স্টুয়ার্ট ল একজন চ্যাম্পিয়ন কোচ। আমরা আশা করি তার অধীনে বাংলা টাইগার্স ইতিহাস রচনা করতে সক্ষম হবে। কোচিং ক্যারিয়ারে স্টুয়ার্ট ল বিভিন্ন দলকে কোচিং করিয়েছেন। এখন তার ক্রিকেট জ্ঞান বাংলা টাইগার্সের জন্য কাজে লাগাতে চান এই অস্ট্রেলিয়ান।