সমপ্রতি ‘হোয়াট’স নেঙট ফর উইন্ডোজ’ আয়োজনে নিজেদের নতুন অপারেটিং সিস্টেম দেখিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ১১ নামের ওই অপারেটিং সিস্টেমে সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবেন ব্যবহারকারীরা। মাইক্রোসফট নিজেই এ খবর জানিয়েছে। এতোদিন উইন্ডোজে বিভিন্ন ইমুলেটর ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। মাইক্রোসফট এ বাধাটিই আর রাখছে না। নতুন উইন্ডোজে সরাসরি স্টার্ট মেনু থেকে অ্যাপ নির্বাচন করে নিতে পারবেন আগ্রহীরা। চাইলে টাস্কবারেও আইকন সেভ করে রাখা যাবে।
মাইক্রোসফটের অ্যাপ স্টোরেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ। আবার কেউ চাইলে অ্যামাজনের অ্যাপ স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারবেন। গোটা অভিজ্ঞতাটিকে মসৃণ করতে ‘ইনটেল ব্রিজ প্রযুক্তি’ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এএমডি সিস্টেমেও যে অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে, তা-ও নিশ্চিত করেছে মাইক্রোসফট।
টাস্কবারেই মিলবে প্রি-ইন্সটলড টিমস : আরেক খবরে বলা হয়েছে, নতুন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ভেতরেই দেখা মিলবে টিমস কমিউনিকেশন প্ল্যাটফমের্র। টিমস প্রি-ইনস্টলড থাকবে উইন্ডোজ ১১-তে এবং সরাসরি উইন্ডোজ টাস্কবারেই দেখা মিলবে এর। মাইক্রোসফটের লাইভস্ট্রিমের বরাতে জানা গেছে, উইন্ডোজ ১১-তে থাকা টিমস বাটনে চাপলেই তা ব্যবহারকারীকে সামপ্রতিক কিছু কনট্যাক্ট এবং আলোচনা দেখাবে। নতুন ভিডিও বা টেঙট চ্যাটিংয়ের বাটনও পাবেন ব্যবহারকারীরা। ‘রিসেন্ট কনট্যাক্ট লিস্ট’ এর নিচে পরিপূর্ণ মাইক্রোসফট টিমস অভিজ্ঞতায় যাওয়ার জন্যও বাটন থাকবে। এখন চাইলেই পিসিতে শুরু হওয়া আলোচনা মোবাইল ডিভাইসের মাধ্যমে শেষ করা যাবে, আবার চাইলে এর ঠিক উল্টোটাও করা যাবে। স্কাইপকে যে খুব শিগগিরই বন্ধ করে দেওয়া হবে, এটি সেটিরও একটি ইঙ্গিত বলে মনে করছে এনগ্যাজেট। টিমসকে উইন্ডোজে নিয়ে আসার বিষয়টি নিয়ে অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের ভ্রুকুটির শিকারও হতে পারে মাইক্রোসফট। কারণ, এতে করে স্ল্যাকের মতো তৃতীয় পক্ষীয় সেবা ব্যবহারের দিকে আর ঝুঁকতে হবে না ব্যবহারকারীদের।