গত বুধবার জিম্বাবুয়ে সফরের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল। সেখানে ছিল না মাহমুদউল্লাহর নাম। দুদিন পর হঠাৎ সাদা পোশাকের এই দলে অর্ন্তভুক্ত করা হলো টি-টোয়েন্টি অধিনায়ককে। এ খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে দিয়ে দীর্ঘ ১৬ মাস পর বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ে সফরেই সীমিত ওভারের দুই ফরম্যাটে জায়গা করে নেওয়া এই তারকা সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, বাংলাদেশ টেস্ট দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের চোটের জন্যই টেস্ট দলে ফিরেছেন মাহমুদউল্লাহ। তামিম-মুশফিকের খেলা নিয়ে আকরাম জানালেন, ৭ জুলাই শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে তাদের খেলার সম্ভাবনাই বেশি। ‘আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ৮০ শতাংশ নিশ্চিত ওরা খেলবে, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। যদি কোনো কারণে। আমরা মুশফিকের কথা বলছি। মুশফিকের জন্য ব্যাকআপ (হিসেবে মাহমুদউল্লাহকে) রাখা। এমনকি যদি টিম ম্যানেজমেন্ট চায় ব্যাটসম্যান বেশি খেলাতে, তাহলে তো এমনিতেই (একাদশে) আসতে পারে।’
আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে বাংলাদেশ টেস্ট দল উড়াল দেবে। যেখানে ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের একমাত্র টেস্ট খেলবে টাইগাররা।